স্বাধীনদেশ টেলিভিশন

হালদা নদীতে অভিযান, ৫০০ মিটার জাল জব্দ

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৫০০ মিটার কারেন্টজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালদা নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

তিনি বলেন, হালদা নদীতে মা মাছ যে কোনো সময় ডিম দিতে পাড়ে। ডিম দেওয়ার জন্য ইতোমধ্যে মা মাছ বিচরণ করেছে, সে সুযোগকে কাজে লাগিয়ে মাছ শিকারিরা জাল দিয়ে মাছ শিকার করছে। মৌসুম চলাকালীন বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ৫০০ মিটার জাল জব্দ করা হয়।

ইউএনও আরও বলেন, হালদায় ডিম ছাড়ার জো (তিথি) আসন্ন। মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। তাই উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযানও বাড়িয়েছে।

আরো সংবাদ