স্বাধীনদেশ টেলিভিশন

বজ্রপাতে সারাদেশে ২২ জনের মৃত্যু


সারাদেশে বজ্রপাতে ২২ জনের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ১২ জেলায় বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে সিরাজগঞ্জে ৫, চট্টগ্রামে ৪, ফেনীতে ২, পটুয়াখালীতে ২, মানিকগঞ্জে ২ এবং মাদারীপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ, পাবনা, শরীয়তপুর, রংপুর ও বরিশালে একজন করে রয়েছেন।

চট্টগ্রাম:

চট্টগ্রামের মিরসরাই ও বোয়ালখালীতে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। একইদিনে ফটিকছড়িতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ বজ্রপাতের ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড়ের গরজংগিয়া এলাকার বাসিন্দা মোস্তফা কামালের ছেলে মো. জাহাঙ্গীর (৩৯), মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর পূর্ব ডোমখালী ওয়ার্ড এলাকার বাসিন্দা স্কুলছাত্র সাজ্জাদ হোসেন (১৬), যোগেন্দ্র শীলের স্ত্রী ভানুমতি শীল (৪০) ও বানেশ্বর দাশের স্ত্রী লাকি রানি দাশ (৩৮)।

সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা, উধুনিয়া, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ও নরিনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৬), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আলহাজ্ব বাবুর্চি (৫০), সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু বাঘমারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), বেলকুচির চর সমেশপুর গ্রামের লাইলি বেগম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে ও উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম (১৫)।

ফেনী:

জেলার সোনাগাজীতে বজ্রপাতে সাজেদা আক্তার সাথী (১৫) নামের এক মাদরাসা ছাত্রী ও আল-আমিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


রোববার সকালে বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামের আনু ফরাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহত মাদরাসা ছাত্রী সাজেদা আলামুর গ্রামের আনু ফরায়েজি বাড়ির মো. সোলেমানের মেয়ে। সে কাটাখিলা সামাদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। নিহত শিশু আল আমিন সম্পর্কে তার ফুফাতো ভাই। চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের মো. বাহার উল্যাহর ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

পটুয়াখালী:

পটুয়াখালীতে পৃথকস্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মির্জাগঞ্জের মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রাম ও সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মজিবার হাওলাদার (৩০) ও আব্দুল জলিল (৪৫)।

মানিকগঞ্জ:

মানিকগঞ্জে বজ্রপাতে এক কলেজছাত্র ও মহিষের গাড়ি চালকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের বৈলট গ্রামের মুক্তার ছেলে শাহীন (১৮) এবং দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের চরকাটারি গ্রামের আব্দুল বাতেনের ছেলে গোলাম মোস্তফা (৪০)।

মাদারীপুর:

জেলার শিবচরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে আয়েশা বেগম (৫০) নামের এক নারী নিহত হন। বিকেল ৪টায় উপজেলার চরজানাজাত ইউনিয়নের বালুরটেকে এলাকায় এ ঘটনা ঘটে।

নোয়াখালী:

জেলার হাতিয়ায় ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. আবদুল মান্নান খোকন (৩৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ৩টায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইসচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন একই গ্রামের মৃত সৈয়দ আহমদ মুন্সীর ছেলে।

মুন্সিগঞ্জ:

জেলার সিরাজদিখানে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে অপূর্ব বর্মন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।রোববার বিকেল ৪টায় উপজেলার শেখরননগর মাঠে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহত অপূর্ব উপজেলার শেখরনগর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের স্বপন বর্মনের ছেলে ও আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ কলেজের এইচএসসির পরীক্ষার্থী।

পাবনা:

পাবনায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুথি খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি মারা যান।
নিহত যুথি সদরের মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও দেবোত্তর ডিগ্রি কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

শরীয়তপুর:

জেলার জাজিরায় বজ্রপাতে আতিকুর রহমান মাদবর (১৪) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান জাজিরা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান।

আতিকুর রহমান মাদবর জাজিরার সেনেরচর ইউনিয়ের ছোট কৃষ্ণনগর এলাকার ফারুক মাদবরের ছেলে।

রংপুর:

রংপুরের গঙ্গাচড়ায় বজ্রপাতে আমিনুর ইসলাম (৩৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। পাট খেতে কাজ করে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

রোববার বিকেলে গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের চর মটুকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন কোলকোন্দ ইউনিয়ন পরিষদের সচিব এরশাদ আলম শাহীন।

বরিশাল:

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে বজ্রপাতে নান্টু বালী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ইউনুস বালীর ছেলে ।

জানা গেছে, রোববার বিকেলে মুষলধারে বৃষ্টির মধ্যে একাধিক বজ্রপাত হয়। এ সময় নান্টু বালী নিজ ঘরের সামনে দাঁড়িয়ে স্মার্ট ফোনে ভিডিও দেখছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নান্টু বালী ও তার কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা প্রতিবেশী মো. সুমন গুরুতর আহত হন।পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছার আগেই নান্টু বালীর মৃত্যু হয়।

আরো সংবাদ