স্বাধীনদেশ টেলিভিশন

পেরুকে ৪ গোল দিল ব্রাজিল

কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেল ব্রাজিল। পেরুকে তারা ৪-০ গোলে হারিয়েছে।

‘গ্রুপ বি’তে বৃহস্পতিবারের দারুণ এই জয়ে নেইমারের পাশাপাশি গোল করেছেন অ্যালেক্স স্যান্ড্রো। বাকি দুই গোল এভারটন রিভেইরো ও রিশার্লিসনের।

ভেনিজুয়েলাকে রবিবার ৩-০ গোলে যে দল নিয়ে হারিয়েছিল ব্রাজিল, তার থেকে এদিন ছয়জনকে পরিবর্তন করেন কোচ তিতে। একাদশে নেইমার এবং থিয়াগো সিলভা থাকায় গোটা দলকে তবু শক্তিশালী মনে হয়েছে।

এদিন ১২তম মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন স্যান্ড্রো। পরের কিছুটা সময় ব্রাজিলকে বেশ চাপে রাখে পেরু। তবে ঠাণ্ডা মাথায় সব আক্রমণ রুখে দেয় স্বাগতিকরা।

৬৮তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন নেইমার। ফ্রেদের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি জাল খুঁজে নেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি পেরুর গোলরক্ষক পেদ্রো।

চোট কাটিয়ে ফেরার পর চার ম্যাচে জালের দেখা পাওয়া নেইমারের এটি দেশের হয়ে ৬৮তম গোল।

এই গোলের পর আর প্রতিরোধ ধরে রাখতে পারেনি পেরু। ৮৯তম মিনিটে রিশার্লিসনের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন এভারটন রিভেইরোর। ব্রাজিলের হয়ে এটাই তার প্রথম গোল। কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।

যোগ করা সময়ে ফিরতি বল জালে পাঠিয়ে ব্যবধান আরও বাড়ান রিশার্লিসন।

আরো সংবাদ