স্বাধীনদেশ টেলিভিশন

পনের মাস পর দুবাই বিমানবন্দরের টার্মিনাল-১ চালু

করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৫ মাস পর বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবন্দর দুবাই বিমানবন্দরের টার্মিনাল-১ দিয়ে বিমান ওঠা-নামা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) থেকে পুরোদমে শুরু হয়েছে কার্যক্রম।
বৈশ্বিকভাবে করোনার সংক্রমণ প্রতিরোধে ২০২০ সালের ২৫ মার্চ বন্ধ হয়েছিল দুবাই বিমানবন্দরের টার্মিনাল-১ এর কার্যক্রম। সে সময় অনির্দিষ্টকালের জন্য টার্মিনাল-১ ফ্লাইট ওঠা-নামা স্থগিত করা হয়েছিল।

স্থানীয় গণমাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ২০ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুবাই যাত্রীদের জানানো হয়েছিল ২৪ জুন থেকে বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট দুবাই বিমানবন্দরের টার্মিনাল-১ দিয়ে আসা যাওয়া করবে।

সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে যাওয়া গেলেও বাংলাদেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

আরো সংবাদ