স্বাধীনদেশ টেলিভিশন

আমিরাত প্রবেশে ভারতীয়দের নিষেধাজ্ঞার সময় আরো বাড়লো

সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২১ জুলাই পর্যন্ত ভারত থেকে সং    যুক্ত আরব আমিরাতে কোনো বিমান যেতে পারবে না।

বৃহস্পতিবার আমিরাত কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, যেহেতু ভারত থেকে আমিরাতে বিমানে করে যাত্রী চলাচল ঝূঁকিপূর্ণ, তাই আগের মতোই ভারত থেকে আরব আমিরাতে বিমান যাওয়া নিষিদ্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন আমিরাতের এক কর্মকর্তা।

তিনি আরো বলেন, আমরা গভীরভাবে ভারতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে বিমানে করে যাত্রী আসার ওপর এ আরোপিত নিষেধাজ্ঞা তখনই তুলে নেয়া হবে যখন পরিস্থিতি অনুকুলে আসবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এ বিষয়টার ওপর উভয় দেশের নিরাপত্তাজনিত স্বার্থ জড়িত।

সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও দেশটির বিপর্যয় আর জরুরি অবস্থা নিয়ন্ত্রণে নিয়োজিত কর্তৃপক্ষ ২৪ এপ্রিল থেকে ভারত থেকে আরব আমিরাতে বিমান যাওয়া নিষিদ্ধ করে রেখেছে।

এরপর অনেক দিন হয়ে গেলেও ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

আরো সংবাদ