স্বাধীনদেশ টেলিভিশন

আফগানিস্তানে নতুন সরকার গড়ার তোড়জোড় তালেবানের

তালিবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদর দোহায় আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা শেষে কাতার বিমানবাহিনীর বিশেষ বিমানে কান্দাহারে ফিরেছিলেন মঙ্গলবার রাতে। শুক্রবার রাজধানী কাবুলে পৌঁছলেন তালিবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদর। এই পরিস্থিতিতে আফগানিস্তানের নয়া তালেবান নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে তাকে দেখা যেতে পারে বলে ফের জল্পনা শুরু হয়েছে। তবে বারাদর আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হবেন কি না, তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। আফগান সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, তালিবান প্রধান হায়বাতুল্লা আখুন্দজাদা যদি প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেন তার ‘ডেপুটি’ হতে পারেন বারাদর। কাবুলে বরাদরকে স্বাগত জানাতে হাজির এক তালিবান কমান্ডার বলেন, ‘পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা করতেই বারাদর রাজধানীতে এসেছেন।অন্য একটি সূত্রের দাবি, সরাসরি সরকারি পদে না বসে ইরানের আয়াতুল্লা খামেনির মতো ‘সর্বোচ্চ ধর্মীয় গুরু’র আসনে বসে সংবিধান বহির্ভূত ক্ষমতার উৎস হতে পারেন আখুন্দজাদা। তা ছাড়া সরকার শুধুমাত্র তালেবান প্রতিনিধিদের নিয়ে গড়া হবে না কি প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা আবদুল্লার মতো মধ্যস্থতাকারীরা ক্ষমতার ভাগ পাবেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। প্রসঙ্গত, তালেবান কাবুল দখল করলেও এখনও প্রকাশ্যে আসেননি আখুন্দজাদা।ভারতকে পণ্য দেওয়া বন্ধ করে দিল তালেবান : আফগানিস্তান দখলের পর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক জোরদার করার কথা বললেও ভারতে পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে তালেবান। এমনটাই দাবি করেছে নয়াদিল্লি।ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের ভেতর দিয়ে সড়কপথে ভারতে দেশটির পণ্য পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান।ফেডারেশন অব ইন্ডিয়ান এঙপোর্ট অর্গানাইজেশন্সের মহাপরিচালক অজয় সাহাই বলেছেন, তালেবান সড়কপথে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছে এবং ভারত অভিমুখী পণ্য পাকিস্তানে প্রবেশের ট্রানজিট রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে দুবাইয়ের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ