স্বাধীনদেশ টেলিভিশন

আর ফেরানো গেল না পাইলট নওশাদকে

লাইফ সাপোর্টে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুমকে বাঁচানো গেল না। মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে গত শুক্রবার মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হয়েছিলেন তিনি। নাগপুরে জরুরি অবতরণের পর গত তিন দিন ভারতের নাগপুরের কিংস ওয়ে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গতকাল সোমবার সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান। তিনি বলেন, আমরা হাসপাতাল থেকে জানতে পেরেছি, তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। খবর বিডিনিউজের।
বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান জানান, ক্যাপ্টেন নওশাদের বয়স হয়েছিল ৪৫ বছরের বেশি। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সব মহল থেকে প্রয়োজনীয় উদোগ নেওয়া হচ্ছে। এর আগে নওশাদ আতাউল কাইয়ুমের আত্মীয় ফারহানা শিফা এক ফেসবুক পোস্টে এই বৈমানিকের মৃত্যুর খবর জানান।
পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের ইন্তেকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো সংবাদ