স্বাধীনদেশ টেলিভিশন

পিসিআর পরিক্ষা না থাকায় ৫ টি দেশ আমিরাত ভ্রমণ করতে পারবে না-এমিরেটস এয়ারলাইন্স

গত ৩০ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে পুনরায় ভিজিট ভিসা চালু হয়েছে, পূর্বে সীমাবদ্ধ দেশগুলির জন্য প্রবেশের অনুমতিও রয়েছে।এদিকে এমিরেটস এয়ারলাইন্স বলেছে যে বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে যাত্রিদের দুবাই ভ্রমণ অসম্ভব।কারণ দেশগুলি’তে দ্রুত পিসিআর পরিক্ষা না থাকাই এই অপরাগতার কথা জানানো হয়। তাদের ওয়েসাইটে একটি নতুন ভ্রমণ আপডেট বলা হয়’বাংলাদেশ, নাইজেরিয়াা, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে তাদের চূড়ান্ত গন্তব্য হিসেবে দুবাই ভ্রমণকারী যাত্রীদের জন্য বর্তমানে অসম্ভব এর কথা উল্লেখ করে বলা হয় দেশগুলিতে দ্রুত পিসিআর পরীক্ষার সুবিধা নেই।’উল্লেখিত পাঁচটি দেশের কোভিড পরিক্ষার সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। স্মার্ট ট্রাভেলসের অপারেশন ম্যানেজার স্থানীয় গণমাধ্যমকে জানান বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের চাহিদা অনেক বেশি। “তবে, দক্ষিণ এশিয়ার দেশ থেকে ভ্রমণকারী এবং পর্যটক ভিসাধারীদের জন্য এসওপি এখনও অস্পষ্ট,” তিনি আরো বলেন। “একবার এয়ারলাইন্সগুলি এই নিয়মগুলি করে দিলে,বিমানের ভাড়া আবার বাড়াতে হবে।

আরো সংবাদ