স্বাধীনদেশ টেলিভিশন

দুবাই,আবুধাবি থেকে বাংলাদেশের বিমান ভাড়া হ্রাস


সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি থেকে বাংলাদেশ যাওয়া যাত্রীদের বিমান ভাড়া হ্রাস করা হয়েছে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রিজিওনাল ম্যানেজার সজল কান্তি বড়ুয়া স্বাধীনদেশটিভিকে জানান।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই ও আবুধাবি থেকে বাংলাদেশে যাওয়া যাত্রীদের জন্য বিমানের ভাড়া অতন্ত্য সাশ্রয় করা হয়েছে।এতে করে আমিরাত প্রবাসীদের দীর্ঘদিনের দাবী প্রতিফলন হয়েছে তিনি মনে করেন।তিনি আশা করেন এই সুযোগ প্রবাসীরা ভোগ করবেন। তবে এই সাশ্রয় এর সময়সীমা আগামী ৩১ডিসেম্বর ২০২১ পযন্ত।এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলাহয়  দুবাই/আবুধাবি -ঢাকা ভাড়া শ্রেণী VLAE6M পূর্বের ভাড়া ২০০০ দেরহাম ছিল বর্তমানে সেই ভাড়া ১৭০০দেরহাম।দুবাই/আবুধাবি-চট্রগ্রাম/কক্সবাজার/সিলেট-ভাড়া শ্রেণী পূর্বের ভাড়া ২১০০ দেরহাম নতুন ভাড়া ১৮৫০দেরহাম করা হয়েছে। জনাব সজল কান্তি  আরো জানান বিমান বিমান দেশ থেকে খালি আসে সেই ক্ষেত্রে অনেক লোকসান হয় তবুও বিমান বাংলাদেশ তাদের  যাত্রীদের জন্য ভাড়া কমিয়ে  এনেছে।আশাকরি আমিরাত প্রবাসীরা তাদের বিমানে যাতায়ত বৃদ্ধি করবে।উল্লেখ দীর্ঘদিন যাবৎ আমিরাতে বিমানের ভাড়া বেশি থাকায়।প্রবাসীরা আন্দোলন করে আসছে।

আরো সংবাদ