স্বাধীনদেশ টেলিভিশন

দ্বিতীয় দিনে রোগী শনাক্ত হাজারের নিচে

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৮০ জন। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক রোগী শনাক্তের সংখ্যা হাজারের নিচে থাকল।আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ।এ নিয়ে টানা ছয় দিন শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে ধরা হয়।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে। এর মধ্যে আগস্টে দেশে করোনার গণটিকাদান শুরু হয়। গত মাসের শেষ দিক থেকে দেশে করোনা সংক্রমণ ও এতে মৃত্যু কমতে শুরু করে।সব মিলিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪১৪ জনের। করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২জন।সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ২১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নারী ১৪ জন এবং পুরুষ ৭ জন। সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৪ জন। বরিশাল ও রংপুর বিভাগে কেউ মারা যাননি।আগের দিন করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ৮১৮ জন।ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২৩ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন। আর মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৫৮ হাজার ৭৪৬ জনের। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিল ও ভারতে।যুক্তরাষ্ট্রে মোট রোগী শনাক্ত হয়েছে ৪৩ কোটি ৭২ লাখ ৫ হাজার ৬০৪ জন। ভারতে ৩৩ কোটি ৬৫ লাখ ২ হাজার ৭৪৫ জন। ব্রাজিলে ২১ কোটি ৩৪ লাখ ৩ হাজার ৩০৩ জন। যুক্তরাজ্যে ৭ কোটি ৬৩ লাখ ১ হাজার ২৩৩ জন এবং রাশিয়ায় ৭ কোটি ৪২ লাখ ৯১৩ জন।

আরো সংবাদ