স্বাধীনদেশ টেলিভিশন

আজ একদিনে টিকা দেওয়া হবে ৮০ লাখ

গণটিকা উৎসব আজ (২৮ সেপ্টেম্বর)। মহানগরের ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়ন পর্যায়ে এ গণটিকা দেয়া হচ্ছে। একদিনের এই গণটিকা উৎসবে মহানগরসহ চট্টগ্রাম জেলায় সাড়ে তিন লাখের বেশি মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া হবে। তবে আগে থেকে সুরক্ষা প্লাটফর্মে নিবন্ধনধারীরাই গণটিকা উৎসবে টিকা পাবেন এবার। নিবন্ধনধারীদের মধ্য থেকে সিটি কর্পোরেশন এলাকায় কাউন্সিলররা প্রতি ওয়ার্ডে দেড় হাজার জনের তালিকা করেছেন। তালিকাভুক্তরা টিকা কার্ডসহ গিয়ে বাসার নিকটবর্তী বুথে টিকা নিতে পারবেন। তালিকাভুক্তদের বাইরে টিকা গ্রহণের সুযোগ পাবেন না। তবে বয়স্ক, প্রতিবন্ধী ও নারীরা তালিকাভুক্তিতে অগ্রাধিকার পাবেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে প্রথম দফায় গত ৭ আগস্ট সারাদেশে গণটিকা কার্যক্রম পরিচালিত হয়। ওই দিনের গণটিকায় প্রথম ডোজ গ্রহীতাদের পরবর্তীতে ৭ সেপ্টেম্বর ২য় ডোজ দেয়া হয়। প্রথম দফার গণটিকা কার্যক্রমে সারাদেশে ৪৫ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিল।এবার ২৮ সেপ্টেম্বরের গণটিকায় সারাদেশে একদিনে ৮০ লাখ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।নতুন এ সিদ্ধান্তের আলোকে ইউনিয়ন পর্যায়ে আগের তুলনায় দ্বিগুনের বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা হচ্ছে। প্রথম দফার গণটিকায় প্রতি ইউনিয়নে ৬০০ জনকে টিকা দেয়া হয়েছিল। এবার প্রতি ইউনিয়নে দেড় হাজার মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া হচ্ছে। আর সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে আগে ৯০০ জনকে টিকা দেয়া হয়েছিল। এবার প্রতি ওয়ার্ডে দেড় হাজার জনকে টিকা দেয়া হচ্ছে।হিসেবে চট্টগ্রাম সিটিকর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ৬১ হাজার ৫০০ মানুষ এদিন (মঙ্গলবার) টিকার প্রথম ডোজ পাবেন। আর প্রতি ইউনিয়নে দেড় হাজার করে জেলার ২০০টি ইউনিয়নে ৩ লাখ মানুষ টিকার আওতায় আসবেন। সবমিলিয়ে জেলার ৩ লাখ ৬১ হাজার ৫০০ মানুষ মঙ্গলবার টিকার প্রথম ডোজ পাবেন। এ সংখ্যা গতবারের দ্বিগুনেরও বেশি। গতবার গণটিকায় চট্টগ্রামের দেড় লাখের কিছু বেশি মানুষ টিকা পেয়েছেন।এদিকে, গতবারের গণটিকায় আগে থেকে যারা স্থানীয় কাউন্সিলর ও মেম্বারদের তালিকায় নিবন্ধিত ছিলেন, কেবল তারাই টিকা গ্রহনের সুযোগ পেয়েছেন। অনেক ওয়ার্ডের কাউন্সিলররা তালিকাভুক্তদের টোকেন সরবরাহ করেছেন। কেন্দ্রে গিয়ে ওই টোকেন দেখিয়ে সহজেই টিকা নিতে পেরেছেন মানুষ। ইউনিয়ন পর্যায়েও জনপ্রতিনিধিদের তৈরি করা তালিকা অনুযায়ী টিকা দেয়া হয়েছে।মহানগরে এবারও জনপ্রতিনিধিদের তালিকা অনুযায়ী টিকা দেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী। তবে আগে থেকে যারা সুরক্ষা প্লাটফর্মে নিবন্ধন করেছেন কিন্তু এখনো টিকা পাননি, তাদের টিকা প্রাপ্তিতে অগ্রাধিকার দেয়া হচ্ছে। অর্থাৎ নিবন্ধনধারীদের মধ্য থেকে কাউন্সিলররা প্রতি ওয়ার্ডে দেড় হাজার মানুষের তালিকা তৈরি করেছেন। তালিকাভুক্তরাই মঙ্গলবার গণটিকার প্রথম ডোজ পাবেন। অবশ্য বয়স্ক, প্রতিবন্ধী ও নারীদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি।বয়স্ক, প্রতিবন্ধী ও নারীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার থাকছে জানিয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বয়স্ক, প্রতিবন্ধী ও নারীদের কারো যদি নিবন্ধন করা না থাকে, তবে এনআইডি কার্ড নিয়ে গেলে বুথে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের টিকা দেয়া হবে। অন্যদের ক্ষেত্রে এ সুযোগ থাকবে না।

প্রসঙ্গত, গতবারের গণটিকায় সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা এবং উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা প্রয়োগ করা হয়। তবে এবার সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ের সবখানেই কেবল সিনোফার্মের টিকা দেয়া হবে। গণ টিকা কার্যক্রম পরিচালনায় এরইমধ্যে সিনোফার্মের আরো ৪ লাখ ৭৫ হাজার ডোজ টিকা চট্টগ্রামে পৌঁছে গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

আরো সংবাদ