স্বাধীনদেশ টেলিভিশন

জ্বালানি সংকটে লেবানন

জ্বালানির অভাবে ডিজেলচালিত দুটো পাওয়ার স্টেশন সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় পুরো লেবানন শহর বিদ্যুতবিহীন হয়ে পড়েছে।আল জাহরানি ও দেইর আমর নামের স্টেশন দুটি পর্যাপ্ত ডিজেল এর অভাবে আপাতত বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। আর এ কারণে বিদ্যুৎ সরবরাহ ২০০ মেগাওয়াটের কম হয়ে গেছে।এই বিদ্যূৎ-বিভ্রাট আরো কদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র।

আরো সংবাদ