স্বাধীনদেশ টেলিভিশন

‘আমাদের দেশে ফিরতে দিন’যুক্তরাজ্যে আফগান শরণার্থীদের আকুতি

যুক্তরাজ্যে আটকেপড়া বহু আফগান শরণার্থী দেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন।তাদের মৌলিক চাহিদা পূরণে ব্রিটিশ সরকারের ব্যর্থতার পর হতাশ হয়ে তারা এখন দেশে ফিরতে চান।গত ১৩ আগস্ট থেকে মোট ১৫ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে এনেছে যুক্তরাজ্য। এদের মধ্যে আট হাজার আফগান ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে কর্মরত ছিলেন।তাদের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘অপারেশন ওয়ার্ম ওয়েলকাম’ নামে একটি কর্মসূচি চালু করেন।কর্মসূচির উদ্দেশ্য ছিল— আফগান নাগরিকদের জীবন পুনর্গঠন, কাজ পাওয়া, শিক্ষা সুবিধা দেওয়া এবং ব্রিটিশ সমাজে একীভূত করে নেওয়া।কিন্তু এসব আফগান নাগরিককে বসতবাড়ি দেওয়া সম্ভব হয়নি। সাত হাজার আফগান নাগরিককে হোটেলে থাকতে হচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরও কয়েক মাস তাদের হোটেলে থাকতে হতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাক্তার যিনি ব্রিটেনে আফগান নাগরিকদের স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত, তিনি ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছেন, বেশ কয়েকজন আফগান নাগরিক আমাকে বলেছেন— তারা এখন দেশে ফিরে যেতে চান।ব্রিটিশ ওই ডাক্তার বলেন, ৬৭ বছর বয়স্ক এক আফগান নাগরিক আমাকে বলেছেন- তিনি আর এই অবস্থা মোটেই সহ্য করতে পারছেন না। তিনি হোটেলের বাইরে যেতে চান।হোটেলে থাকতে বাধ্য হওয়া আফগান নাগরিকদের স্বাস্থ্যসেবা নিয়েও উদ্বেগ রয়েছে। একজন কাউন্সেলিং লিডার পরিস্থিতিকে ব্রিটিশ সরকারের মারাত্মক ব্যর্থ কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন।

আরো সংবাদ