স্বাধীনদেশ টেলিভিশন

আত্মরক্ষার জন্য অস্ত্র উৎপাদন উ. কোরিয়ায়

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি থেকে রক্ষা পেতেই নিজ দেশে অস্ত্র উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র পরিদর্শন করতে গিয়ে দেশবাসীর উদ্দেশ্যে এ মন্তব্য করেন কিম। তিনি বলেন, যুদ্ধ নয় বরং আত্মরক্ষার জন্যই অস্ত্র উৎপাদনে জোর দিচ্ছে পিয়ংইয়ং। সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনা চলছে দুই কোরিয়ার মধ্যে। কিছুদিন আগে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, এরই মধ্যে পামাণবিক বোমা তৈরির প্রক্রিয়া শুরু করেছে উত্তর কোরিয়া। এদিকে, চলমান উত্তেজনার মধ্যে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র আগ্রহ দেখালেও তাতে খুব একটা সাড়া দেয়নি উত্তর কোরিয়া।

আরো সংবাদ