স্বাধীনদেশ টেলিভিশন

বৃহত্তর ইফতারে আল হারামাইন!

নিউজ ডেস্ক : আমিরাতে বাংলাদেশীদের বৃহত্তর ইফতারে আয়োজন করেছেন বাংলাদেশী প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানি। গতকাল ২৪ এপ্রিল, রবিবার আজমান প্রদেশের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মাঠ প্রাঙ্গণে সর্ববৃহত্তর এই ইফতারের আয়োজন করা হয়। এতে ধারণা করা হয় প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম ঘটেছে। ে যখানে রয়েছিলো দেশ-বিদেশের কূটনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি সহ নানাদেশের নানাপেশার নাগরিক। বৃহত্তর এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, তিনি বক্তব্যে বলেন করোনার পরবর্তী বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে বিশাল এই আয়োজন আল হারামাইন পারফিউমস গ্রুপের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাস্ট্রদূত আব্দুল্লাহ্ আলী আব্দুল্লাহ্ আলহামুউদী, আমিরাত সরকারের উর্ধ্বত্বন কর্মকর্তা ও ব্যবসাায়ীসহ প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারবর্গ, আমিরাতে অবস্থানরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিবৃন্দসহ বিপুল সংখ্যক দেশী বিদেশী প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আল হারামাইন পারফিউমস গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমানের মেয়ে মুনিরা রহমান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও রোজাদারদের প্রতি সম্মান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপি আমিরাতে প্রয়থ রাষ্ট্রপতি জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং দেশিটির বিভিন্ন প্রদেশের শাসকদের ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া কামনা করেন। তিনি আরো বলেন দীর্ঘদিন পর সবাই একসঙ্গে সম্মিলিতভাবে ইফতার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়োছে। আল্ল­াহ আমাকে সুযোগ দিয়েছেন, আয়োজেনের জন্য যথেষ্ট জায়গাও ছিল। দেশ-বিদেশের বিভিন্ন অতিথিরাও এসেছেন, প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছেন। এতেই আমি গর্বিত ও আনন্দবোধ করছি। অনুষ্ঠানে অনন্যাদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আইয়ুব আলি বাবুল, তিনি সকলের প্রতি অনুষ্ঠানে উপস্থিত হওয়াতে ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে ইসলামের সৌন্দর্য্যপেূন, ভ্রাত্া, সহর্মমিতা এবং দেশের ভাবমূর্তি সুন্দরভাবে ফুটে উঠেছে বলে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা মনে করেন।

আরো সংবাদ