স্বাধীনদেশ টেলিভিশন

কারিগরি শিক্ষার উপর সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সম্প্রতি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি (ভোকেশনাল) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কারিগরি শিক্ষায় শিক্ষিতদের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয় না। বরং অনেক ক্ষেত্রে মানুষ তাঁদের পিছনে ঘুরে। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, দেশ এখন ডিজিটাল হয়েছে। ভোকেশনাল শিক্ষার্থীরা ডিজিটালের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে। আমাদের সরকার কারিগরি শিক্ষার উপর অনেক জোর দিচ্ছেন। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকে পিয়নের চাকুরির জন্যও দরখাস্ত করে। কিন্তু কেউ যদি ভোকেশনাল ট্রেনিং করে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়, তাঁকে আর চাকরির জন্য ঘুরতে হয়না। দেখাযায় বিশ্ববিদ্যালয়ে এম এ পাশ করার পরও চাকরির জন্য ঘুরতে হয়।তাই আমাদের সরকার এখন ভোকেশনাল কিংবা কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছেন। আমাদের লক্ষ্য হচ্ছে অন্তত দেশের প্রতিটি শিক্ষার্থী যাতে কারিগরি শিক্ষা গ্রহণ করে, সেই লক্ষে আমাদের সরকার কাজ করছে। সমগ্র দেশে আরও নতুন নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের কর্মক্ষেত্র কিংবা বিদেশের কর্মক্ষেত্র এমনকি ইউরোপ আমেরিকায় কারিগরি নানা বিষয়ে পারদর্শীদের এপয়েন্টমেন্ট দিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের দেশের কারিগরি শিক্ষায় শিক্ষিতদের অনেক চাহিদা রয়েছে। রাঙ্গুনিয়ায় আরও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আগামী এক বছরের মধ্যে নতুন নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গনিয়ায় আত্মপ্রকাশ করবে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ রুবেল সিকদার। উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সুমঙ্গল মুৎসুদ্দী। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আসলাম খান। সংবর্ধিত অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। পুনর্মিলনী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, শিক্ষক রহিম উদ্দিন সিকদার, মোসলেম উদ্দিন, নাসির উদ্দিন, শিক্ষক খোরশেদ আলম, অমলেন্দু ধর, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য জাফর ছালেক সিকদার, শেখ ওসমান গনি, পিপলুশীল বড়ুয়া, মো. সাইফুল্লাহ, ওমর ফারুক, মো. শহীদুল ইসলাম, মো. বেলাল প্রমুখ।

আরো সংবাদ