স্বাধীনদেশ টেলিভিশন

বাংলাদেশিদের দক্ষিণ কোরিয়ায় যেতেও নিতে হবে করোনা ‘নেগেটিভ’ সার্টিফেকেট

দক্ষিণ কোরিয়ায় বিদেশ থেকে আসা করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় অবতরণের পরপর করোনা নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে। সোমবার দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

চলতি মাসে বিদেশ থেকে আসা এ পর্যন্ত ২৮৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। গত মাসে এ সংখ্যা ছিল ১৯২।

সোমবার দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ, পাকিস্তান, কাজাখস্তান ও কিরগিজস্তান থেকে যেসব নাগরিক আসবেন তাদেরকে পলিমার্স চেইন রিঅ্যাকশন (পিসিআর) টেস্টের মাধ্যমে করোনার নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে। সংশ্লিষ্ট দেশ থেকে বিদায়ের ৪৮ ঘণ্টা আগে যাত্রীকে এই টেস্ট করাতে হবে।

এতে আরও বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় আসা বিদেশি জাহাজের ক্রুদের মধ্যে করোনায় সংক্রমণের হার বাড়ছে। তাই সব বিদেশি জাহাজের ক্রুদের বন্দরে আসার পর দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরো সংবাদ