স্বাধীনদেশ টেলিভিশন

প্রত্যাখানের নামে বাজেটের কপি ছেঁড়া সংসদের প্রতি চরম অবমাননা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দলীয় সংসদ সদস্যরা বাজেট প্রত্যাখ্যানের নামে সংসদ কর্তৃক অনুমোদিত বাজেটের কপি ছিঁড়েছেন। এটি মহান সংসদের প্রতি চরম অবমাননা। এমনকি এটি তাদের শপথ ভঙ্গেরও শামিল।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে বাজেট পাস পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এবারের বাজেট করোনায় বিদ্যমান সংকটে দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে অধিকতর বহুমুখীকরণ সুযোগ সৃষ্টি এবং নতুন সম্ভাবনাকে রূপ দেওয়ার বাস্তবসম্মত দলিল। করোনাভাইরাস সৃষ্ট সংকটের বাস্তবসম্মত বিচার-বিশ্লেষণ করে সংকটকালীন এবং সংকট পরবর্তী সকল সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার গতিপথ নির্ণয়ের পথকে সামনে রেখেই প্রণীত হয়েছে এবারের বাজেট। এটি জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার সরকারের সময়োচিত সাহসী চিন্তার ফসল।’

বিএনপি দলীয় সংসদ সদস্যদের জাতীয় সংসদ ভবনের সামনে বাজেটের কপি ছেঁড়ার প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন ‘জাতির এই ক্রান্তিলগ্নে তারা দায়িত্বশীল আচরণ করেননি। তারা চেয়েছিল সংসদ যাতে কোনো বাজেট পাস না করে। বাজেট ছাড়া তারা একটি রাষ্ট্র দেখতে চেয়েছিল। তারা দেশে একটি হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিল। আমরা মানুষের মধ্যে আশার আলো সঞ্চার করতে পেরেছি যা এই প্যানডেমিক পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজন।‘

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির সকল অর্জনের পেছনে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের রাজনৈতিক স্বাধীনতাই এনে দেননি, তিনি এই দেশের স্বাধীনতাকে অর্থবহ করার জন্য জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে যা যা প্রয়োজন তার সবকিছুই করেছিলেন। আওয়ামী লীগের নেতৃত্বেই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এদেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে।’

তিনি বলেন, ‘এদেশের সব মানুষের কল্যাণের কথা বিশেষভাবে দরিদ্র অসহায় মানুষের কল্যাণের কথা প্রিয় নেত্রীর চিন্তা-চেতনায় সবসময়ই থাকে। পিতার মতো এদেশের মানুষকে ভালোবেসে তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছেন।’

সাম্প্রতিক জননেত্রী শেখ হাসিনার সংসদে উত্থাপিত একটি বক্তব্য ‘আমি এখানে বেঁচে থাকার জন্য আসিনি, আমিতো জীবনটা বাংলার মানুষের জন্য বিলিয়ে দিতে এসেছি- এটাতে তো ভয় পাওয়ার কিছু নেই।’- এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয় নেত্রী আপনি হাজার বছর বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে।’

আরো সংবাদ