স্বাধীনদেশ টেলিভিশন

আবর আমিরাতে দুই মাসে ২০ লাখ মানুষের করোনা পরীক্ষা হবে

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত আগামী দুই মাসে ২ মিলিয়নেরও (২০ লাখ) বেশি মানুষের কোভিড -১৯ পরীক্ষা করার পরিকল্পনা করছে সে দেশের সরকার।

এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন দেশটির সরকারের এক শীর্ষ কর্মকর্তা।

তিনি জানান, সরকারি পরিবহন এবং ট্যাক্সি ড্রাইভার, হোটেল এবং মলগুলোর কর্মচারী, পাশাপাশি সরকারি কর্মচারীদের এই পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হবে।

আমিরাত সরকারের এই মুখপাত্র ড. আমনা আল দহহাক আল শামসি বলেছিলেন, গত কয়েকদিনে রোগীর সংখ্যা ‘কিছুটা বেড়েছে’। এই বৃদ্ধি ‘উদ্বেগের এবং সুরক্ষা সতর্কতা না মেনে কিছু বাসিন্দার বেপরোয়া চলার কথা তিনি উল্লেখ করেন।

ড. আমেনা আল দহহাক আরও বলেন, আমিরাতের সকল জনগণকে মার্স্ক, হেন্ড গ্লাভস বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব, হ্যান্ড সেনিটাইজার কোভিড-১৯ এর সতর্কতামূলক সব পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

কোভিড-১৯ নিয়ে আমিরাত সরকারের সতর্কতামূলক ব্যবস্থা লঙ্ঘনকারীদের শাস্তি দেয়া হবে বলে জানান তিনি।

আরো সংবাদ