স্বাধীনদেশ টেলিভিশন

প্রবাসীদের মাথার ওপর ছায়া হয়ে থাকবে দূতাবাস

দূতাবাস প্রবাসীদের মাথার ওপর ছায়া হয়ে থাকবে, এটি তাদের ভরসার জায়গা।

মঙ্গলবার (০৭ জুলাই) লেবাননের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে একথা বলেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি, জুয়েল রানা, জুবায়ের আহমেদ, হেলাল আহমেদসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান বলেন, আমি বাংলাদেশের হয়ে কাজ করতে এসেছি, যতদিন দূতাবাসের দায়িত্বে থাকবো প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করে যাবো।  কমিউনিটির সব নেতাদের নিয়ে মিলেমিশে কাজ করে বাংলাদেশের মান মর্যাদা আরও বৃদ্ধি করতে চাই। এছাড়া লেবাননের সঙ্গে ব্যবসা-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সব সম্পর্ক জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রদূত প্রবাসীদের সহযোগিতাও কামনা করেন। সাংবাদিকদের সঙ্গে আলোচনা শেষে তিনি দূতালয় পরিদর্শন করেন।

রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান গত সোমবার (০৬ জুলাই) একটি বিশেষ ফ্লাইটে লেবানন এসে পৌঁছান।

আরো সংবাদ