স্বাধীনদেশ টেলিভিশন

১২৫ বাংলাদেশি যাত্রীসহ বিমানের একটি ফ্লাইট ফিরিয়ে দিচ্ছে ইতালি

কাতার থেকে রোমে যাওয়া ১২৫ বাংলাদেশিকে উড়োজাহাজ থেকে নামতে দিচ্ছে না ইতালি কর্তৃপক্ষ।

তাদেরকে একই ফ্লাইটে দোহায় ফেরত পাঠানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বুধবার ইতালির বার্তা সংস্থা আনসা এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার ঢাকা থেকে রোম যাওয়া ২২৫ বাংলাদেশির মধ্যে ২১ জনের  করোনা পজিটিভ শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ইতালির স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ থেকে সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেন।

আনসা জানিয়েছে, কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটের সব বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে অন্য দেশের যাত্রীদের করোনা শনাক্ত পরীক্ষা করা হবে। পরে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে।

আরো সংবাদ