স্বাধীনদেশ টেলিভিশন

আরব আমিরাতে আজ থেকে মেয়াদোত্তীর্ণ ভিসার নবায়ন শুরু

সংযুক্ত আরব আমিরাতে যে সকল ভিসা ওয়ালাদের ভিসার মেয়াদোত্তীর্ণ হয়েছে তাদের নবায়ন পক্রিয়া শুরু হয়েছে।


আজ রোববার (১২ জুলাই) থেকে এই ভিসা নবায়নের কার্যক্রম শুরু হয়।

এই নবায়নের জন্য আবেদন পত্র গ্রহন শুরু করছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ ( আইসিএ)।


জানা গেছে, আমিরাতের মেয়াদ ফুরিয়ে যাওয়া ভিসার মেয়াদ বাড়ানো, আইডি কার্ড এবং প্রবেশের পারমিটের জন্য আবেদন করা যাবে।
করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে এবার ভিসার ওপর কড়াকড়ি কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।


যাদের মার্চ ও এপ্রিল মাসে আরব আমিরাতের রেসিডেনশিয়াল ভিসা ও আমিরাতের আইডি অবৈধ হয়ে গেছে তাদেরটা আজ থেকেই নবায়নের জন্য আবেদন করা যাবে।


যাদেরটা মে মাসে অবৈধ হয়েছে তাদের টা ১১ই অগাস্ট থেকে নবায়ন করা যাবে।
উল্লেখ্য, দেশটির মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাসিন্দাদেরকে তাদের ভিসা নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে তিন মাসের বাড়তি সময়কাল প্রদান করেছে। পর্যায়ক্রমে ভিসা নবায়নের এই প্রক্রিয়া ICA এর কেন্দ্রগুলিতে সামাজিক দুরত্ব বাস্তবায়নে কোভিড -১৯ এর বিস্তারের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সহযোগিতা করবে।

আরো সংবাদ