স্বাধীনদেশ টেলিভিশন

লোহাগাড়ায় ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ফলের দোকানে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ খানে আলম নামে এক ফল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করত বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি বিশেষ টিম তাকে আটক করে।

আটক ফল ব্যবসায়ী খানে আলম উপজেলার সদরের বড়গরিয়া পাড়ার মৃত লাল মিয়ার পুত্র।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির এর তত্ত্ববধানে খ- সার্কেল (পটিয়া) এর পরিদর্শক মোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া সদরের খানে আলমের বড়গরিয়া পাড়ার নিজ বাড়িতে ও পরে বটতলী মোটর স্টেশনে ফলের দোকানে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক ফল ব্যবসায়ী খানে আলমের বিরোদ্ধে লোহাগাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ