স্বাধীনদেশ টেলিভিশন

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন এবং দুদেশের পারস্পরিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুকনা মরিচের প্রথম পার্সেল ট্রেনটি বাংলাদেশের বেনাপোল বন্দরে পৌঁছে।

ভারতীয় রেলওয়ে ১৬টি উচ্চ ক্ষমতার পার্সেল ভ্যানে করে প্রায় ৩৮৪ টন শুকনা মরিচের বিশেষ পার্সেল ট্রেনটি বাংলাদেশে পাঠায়।

কোভিড-১৯ মহামারির বিধিনিষেধের কারণে গত মার্চ মাস থেকে দুদেশের মধ্যকার পণ্য পরিবহন পরিষেবা ব্যাহত হওয়ায় ভারত ও বাংলাদেশের বাণিজ্যে এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

পণ্য সরবরাহের চলমান বাধা কমাতে, এর আগে ভারতের হাইকমিশন বাংলাদেশকে রেলওয়ের মাধ্যমে ভারত-বাংলাদেশ পার্সেল ট্রেন সেবা সহজতর করার প্রস্তাব দিয়েছিল।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকেও পণ্যসহ পার্সেল ট্রেন সার্ভিসের মাধ্যমে পণ্য পরিবহনের জন্য সম্মতি জানানো হয়।

এর আগে, ভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে আন্তর্জাতিক সংস্থা ও সামিটস বিভাগে দায়িত্ব পালন করা বিক্রম দোরাইস্বামীকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ভারত। তবে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

বর্তমান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ২০১৯ সালের ১ মার্চ দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন।

আরো সংবাদ