স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে বাবার মৃত্যুর ২১ দিন পর ব্যাংকার ছেলের মৃত্যু

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর ২১ দিন পর ছেলেরও মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) খাতুনগঞ্জ শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. রিদোয়ানুল হক (৩৭)।

তিনি এক সন্তানের জনক ছিলেন। স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি নগরীর হামজারবাগ হিলভিউ এলাকায় থাকতেন। একভাই ও একবোন রেখে যান রিদোয়ানুল হক। তার ছোট ভাই মোরশেদুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

রিদোয়ানুল হকের প্রতিবেশী ও কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২৩ জুন মারা যান রিদোয়ানুল হকের বাবা। বাবার সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হন রিদোয়ানুল। গত ১ জুলাই তার করোনা পজিটিভ আসে।

এসআইবিএল খাতুনগঞ্জ শাখার ম্যানেজার মো. নাসির উদ্দীন চৌধুরী বলেন, রিদোয়ানুল হককে ৩ জুলাই পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে সিএসসিআরের আইসিইউতে ভর্তি করা হয়। ইতোমধ্যে তাকে প্লাজমাও দেয়া হয়েছে। এরপর আজ দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান।

আরো সংবাদ