স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রাম বন্দরের তিন নম্বর শেডে ভয়াবহ আগুন

চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর শেডে আগুন লাগার ঘটনা ঘটেছে। বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ গাড়ির বাইরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিটের ১২টি গাড়ি।

আজ বুধবার (১৫ জুলাই) বিকেল চারটা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বিকাল ৫ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ।

ফায়ার সার্ভিস ও বন্দর সূত্র জানায়, ৩ নম্বর শেডে আকস্মিকভাবে আগুন লেগে যায়। খবর পেয়ে বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণকারী গাড়ি ছাড়াও ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড স্টেশন থেকে ১২টি গাড়ি পাঠানো হয়।

৩ নম্বর শেডে নিলামযোগ্য কেমিক্যাল, ফেব্রিক্সসহ বিভিন্ন ধরনের দাহ্য পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

শেডের কাছে জেটিতে থাকা দুইটি জাহাজ নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্দর সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কীভাবে ওই শেডে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। সেখানে বিভিন্ন ধরণের পণ্য রাখা ছিল বলে জানিয়েছেন বন্দরের চসিব ওমর ফারুক।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। সেখানে হতাহতেরও কোনো খবর এখনও আসেনি।

আরো সংবাদ