স্বাধীনদেশ টেলিভিশন

ফটিকছড়িতে হত্যা মামলার আসামীর অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত রাশেদ কামাল হত্যাকান্ডের আরেক আসামী মুনিরুল আজম খোকনকে (৪৯) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৪ জুলাই) বিকালে ফটিকছড়ি থানা পুলিশ বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খোকনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

সে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামের মৃত তহিদুল আজমের ছেলে।

পুলিশ তার কাছ থেকে চার রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করে।

পুলিশ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। সেখানে আসামী ১৬৪ধারা জবানবন্দিতে রাসেদ কামাল হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরো জানায়, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেদ কামাল হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে ওই হত্যাকান্ডে তার হাতে ব্যবহৃত অস্ত্রটির সন্ধান দেয়। পুলিশ খোকনকে নিয়ে অস্ত্র উদ্ধারে তার বাড়িতে গেলে পাকা দালানের পাশে একেবারে দেওয়ালের সাথে বালিমাখা মাটির ভেতর থেকে সাদা প্লাস্টিকে মোড়ানো চার রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) বের করে দেয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এইচ এম দেলোয়ার বলেন, বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যে আসামী গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই নিয়ে ওই হত্যাকান্ডে ৮জন আসামী গ্রেফতার করা হয়েছে। যেখানে ৬ আসামী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ