স্বাধীনদেশ টেলিভিশন

আনোয়ারা থানায় ২২০টি ফলজ ও ঔষুধি গাছ রোপণ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চট্টগ্রামের আনোয়ারা থানায় ২২০টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে থানার আশেপাশে আগাছা ও ঝোপ-ঝাড় কেটে পরিস্কার করেন আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদসহ পুলিশ সদস্যরা।

এরপর থানা কম্পাউন্ডের ভিতরে বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষধি জাতের ২২০টি চারাগাছ রোপণ করেন করা হয়।

চারা রোপনে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ, পরিদর্শক (তদন্ত) এস এম দিদারুল ইসলাম সিকদার, এএসআই রেজাউল করিম মামুনসহ থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা থানা কম্পাউন্ডে বিভিন্ন ফলজ ও ঔষধি ২২০টি গাছের চারা রোপণ করা হয়েছে। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আরো সংবাদ