স্বাধীনদেশ টেলিভিশন

করোনায় আক্রান্ত আরও এক রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্পে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ নিয়ে ছয় জন রোহিঙ্গার মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা।

তিনি জানান, উখিয়া উপজেলার বালুখালীর ১১ নম্বর শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ৭০ বছর বয়সী বৃদ্ধ ১২ জুলাই জ্বর, শ্বাসকষ্ট নিয়ে কুতুপালং শরণার্থী ক্যাম্পে অবস্থিত আইওএম পরিচালিত আইসোলেটেড হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। ১৩ জুলাই তার পজিটিভ রিপোর্ট আসে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এই বৃদ্ধসহ উখিয়া ও টেকনাফ শরণার্থী ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) পর্যন্ত উখিয়া ও টেকনাফ শরণার্থী শিবিরে করোনায় আক্রান্ত হয়েছে ৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৩ জন রোহিঙ্গা।

কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১৫ জুলাই পর্যন্ত কক্সবাজার জেলায় রোহিঙ্গাসহ ৩ হাজার ৮৩ জন রোহিঙ্গা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬ রোহিঙ্গাসহ ৪৯ জনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ