স্বাধীনদেশ টেলিভিশন

করোনায় চট্টগ্রাম রেলওয়ে ট্রেনিং একাডেমির শিক্ষকের মৃত্যু

রেলওয়ে ট্রেনিং একাডেমির সিনিয়র শিক্ষক দেবতোষ বড়ুয়া (৫৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেবতোষ বড়ুয়ার বাড়ি চন্দনাইশে। তিনি নগরের হালিশহরে অবস্থিত রেলওয়ে ট্রেনিং একাডেমিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিতেন।

রেলওয়ের ট্রেনিং একাডেমির সিনিয়র ট্রেনিং অফিসার আবুল কাশেম বলেন, তিনি গত সোমবার করোনা নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন দেবতোষ। পরে অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি দুপুর সাড়ে ১২টায় মারা যান।

রেলওয়ের ট্রেনিং অ্যাকাডেমি রেল সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। দেবতোষ স্টেশন মাস্টার থেকে পদোন্নতি পেয়ে সিনিয়র প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আরো সংবাদ