স্বাধীনদেশ টেলিভিশন

ফটিকছড়িতে করোনা হাসপাতালের যাত্রা শুরু ২৬ জুলাই

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় করোনা চিকিৎসাসেবা দিতে তৈরি করা ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি আগামি ২৬ জুলাই যাত্রা শুরু করবে।  ইতোমধ্যে হাসপাতালিটির কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার  মো. সায়েদুল আরেফিন এই তথ্য জানিয়েছেন।

 উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৩০ শয্যার এই হাসপাতালে থাকছে  শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, হাই ফ্লু ন্যাসাল ক্যানুলা ও করোনা রোগীর জন্য অত্যাধুনিক চিকিৎসাসেবা। রয়েছে কেবিন এবং হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স আর ওয়ার্ড বয়দের জন্য আইসোলেশন সুবিধা। বিশেষায়িত কভিড-১৯ হাসপাতালে চিকিৎসাসেবা দেবেন ৬ জন রেজিস্টার্ড চিকিৎসক। আরও থাকবেন ১৫ জন নার্স এবং ২০ জন স্বেচ্ছাসেবক।

উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন বলেন,স্থানীয় লোকজন অত্যান্ত আন্তরিক। শুরু থেকে তারা যেভাবে এটি গড়ে তুলতে জাগরন সৃষ্টি করেছে আমার মনে হয়না দেশের কোথাও এরকম আছে। সকলের সহযোগীতায় প্রায় কোটি টাকা ব্যায়ে হাসপাতালটিকে ৩০ শয্যা বিশিষ্ট উপযোগী কোভিড-১৯  হাসপাতালে গড়ে তোলা হচ্ছে।

আরো সংবাদ