স্বাধীনদেশ টেলিভিশন

চীন, ভারত ও নেপালে বন্যা-ভুমিধসে নিহত দুই শতাধিক

করোনাভাইরাসের মহামারির মধ্যেই বন্যা ও ভূমিধসে চীন, ভারত ও নেপালে নিহত হয়েছেন অন্তত দুই শতাধিক মানুষ। ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দেশগুলোতে।

আসামের উত্তর-পূর্বাঞ্চলে মে থেকে শুরু হওয়া বন্যায় গৃহহীন হয়েছেন ২০ লাখের বেশি মানুষ। নিহত হয়েছেন ৭৯ জন। আসামের প্রায় সব নদীই বিপৎসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।

এছাড়া রাজধানী দিল্লিতে টানা বর্ষণে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা ও বন্যা। ডুবে গেছে নিম্নাঞ্চল। ভারতের প্রতিবেশী দেশ নেপালের ২৬ জেলায় বন্যায় নিহত হয়েছেন শতাধিক।

বন্যা ও ভূমিধসে ভেঙ্গে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। চীনেও বন্যা পরিস্তিতির অবনতি হয়েছে। হুবেই প্রদেশের উহান শহরে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য বন্যার আশঙ্কায় এরই মধ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

গত কয়েক সপ্তাহ ধরে চলা বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলে প্রাণ গেছে ১৪ জনের।

আরো সংবাদ