স্বাধীনদেশ টেলিভিশন

ঢাকা বিমানবন্দরে পৌনে ২ কেজি সোনাসহ যাত্রী আটক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৮৫০ গ্রাম ওজনের ১৬টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম। এসব সোনার দাম প্রায় সাড়ে ৯২ লাখ টাকা।

আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. শরীফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবের জেদ্দা থেকে আসা মোহাম্মদ জসিম নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।

কাস্টম হাউস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন কাস্টম কর্মকর্তারা। নজরদারির এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টায় জেদ্দা থেকে আসা ফ্লাইটের (এসভি ৩৮০৮) যাত্রী মোহাম্মদ জসিমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করে চারটি প্রসাধন সামগ্রীর কৌটায় বিশেষ কৌশলে লুকানো ১৬টি সোনার বার পাওয়া যায়।

জব্দ করার সোনার বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ