স্বাধীনদেশ টেলিভিশন

২৯শে জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

আগামী ২৯শে জুলাই থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। সোমবার এ ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এ বছর হজ পালন করতে পারবেন ১ হাজার মানুষ। 

করোনা সংক্রমণ ঠেকাতে এবছর শুধুমাত্র সৌদি আরবে বসবাসরতদের হজ পালনের অনুমতি দেয়া হয়েছে। সোমবার থেকে এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবেন হাজীরা। আর হজ পালন শেষে আরও এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। 

এর আগে গত ৬ই জুলাই, হজের সময় হাজীদের অবশ্যই পালনীয় নানা স্বাস্থ্যবিধির ঘোষণা দেয় সৌদি সরকার। ঘোষণা অনুযায়ী, জামাতে নামাজ পড়ার সময় মাস্ক পরতে হবে এবং প্রত্যেকের মাঝে দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি না মানলে কারাদণ্ড এবং জরিমানা দিতে হবে।

আরো সংবাদ