স্বাধীনদেশ টেলিভিশন

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, আহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় লেগুনা ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২জন।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার উত্তর হারবাং বুড়ির দোকান পয়েন্টে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এ সময় গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

হাতাহতের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, লেগুনায় চালকসহ ৮ জন যাত্রী ছিলেন। কাভার্ড ভ্যানে ছিলেন দুইজন। মোট ১০ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে ৫ জন ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর দুইজন যাত্রী মৃত্যুবরণ করেন। আহত দুইজনের মধ্যে একজনের অবস্থাও আশংকাজনক।

এদিকে নিহতদের মধ্যে লেগুনা চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল মাজেদের ছেলে আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।

বাকি নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

আরো সংবাদ