স্বাধীনদেশ টেলিভিশন

করোনা শনাক্ত দেড় কোটি ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। এর মধ্যে একদিনে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ।

আর একদিনে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৬৬৯ জন।  মোট মৃতের সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে মোট শনাক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে গেল জুন মাসের পর থেকে এই প্রথম আবারো একদিনে সহস্রাধিক মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১ লাখ ৪৫ হাজারের কাছাকাছি।

ব্রাজিলেও গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবারে মৃত্যু বেড়েছে। একদিনে দেশটিতে এক হাজার ৩শ ৪৬ জন প্রাণ হারিয়েছেন। ভারতে একদিন ৬শ ৭১ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ২৮ হাজার ছাড়িয়েছে।  গত ২৪ ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছেন ১১ লাখের বেশি মানুষ। মেক্সিকোতে একদিনে ৯শ ১৫ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে, জাপানে করোনা রোগীদের চিকিৎসায় ডেক্সামেথাসোন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। 

আরো সংবাদ