স্বাধীনদেশ টেলিভিশন

আমিরাতে ঈদুল আজহায় ৪ দিনে ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটিসহ সরকারি বেসরকারি সেক্টরের জন্য চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার আমিরাত ফেডারেল অথরিটি ফর হিউম্যান রিসোর্স ও আমিরাত হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরিটিসেশনের মন্ত্রী পর্যায়ের একটি মন্ত্রণালয়ের সভা থেকে এ ছুটি ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে ২ আগস্ট রবিরার পর্যন্ত হবে এই ছুটি থাকবে। সরকারী ও বেসরকারী খাতের কর্মীরা সোমবার ৩ আগস্ট কাজে ফিরে আসবেন।

২০১৮ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ঘোষণা করেছিল যে সরকারী ও বেসরকারী উভয় খাতই একই সংখ্যক সরকারী ছুটি পাবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৩১ জুলাই (শুক্রবার)। স্বাভাবিকভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় ঈদুল আজহা। সে হিসাবে বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে ১ আগস্ট।

আরো সংবাদ