স্বাধীনদেশ টেলিভিশন

এবার যুক্তরাজ্যের পথে ফজলি ও আম্রপালি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই বেসরকারিভাবে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম। এরই মধ্যে সুইজারল্যান্ড পৌঁছেছে রাজশাহীর আম। দ্বিতীয় চালান গেছে ইতালির মিলানে। আজ যুক্তরাজ্যে যাওয়া পথে ফজলি আর আম্রপালি আম।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম জানিয়েছেন, এবার যুক্তরাজ্যের পথে ফজলি ও আম্রপালি।

জানা গেছে, রাজশাহীর আম রপ্তানি করছে নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্ম লিমিটেড।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চার বছর ধরে ইউরোপের বাজারে যাচ্ছে রাজশাহীর আম। সব শর্ত মেনে ২০১৮ সালে ইউরোপের বিভিন্ন দেশে ২০ মেট্রিক টন আম রপ্তানি করেন রাজশাহীর ১৪ জন ব্যবসায়ী। এর আগে ২০১৭ সালে রপ্তানি করা হয়েছিল ৩০ মেট্রিক টন। আগামীতে রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

চলতি বছর আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০০ টন। কিন্তু করোনা সংকটসহ বিভিন্ন কারণে তা সম্ভব হচ্ছে না। তবে এবারের অভিজ্ঞতা নিয়ে ২০২১ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

আরো সংবাদ