স্বাধীনদেশ টেলিভিশন

করোনায় মারা গেলেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ

করোনায় মারা গেলেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।

আজ  শনিবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে প্রায় ২০ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে  সিএমএইচে ভর্তি হন।

করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের সময় মাস্ক কাণ্ড নিয়ে আলোচনা আর সমালোচনা শুরু হলে সিএমএসডিতে নতুন পরিচালক নিয়োগ দেয় সরকার।বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে সিএমএসডির পরিচালক নিয়োগ দিয়ে গত ২২ মে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে সময় সিএমএসডির পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

আরো সংবাদ