স্বাধীনদেশ টেলিভিশন

পদ্মায় বিলীন হওয়া স্কুলটি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে

পদ্মায় তলিয়ে যাওয়া চাঁদপুরের রাজ-রাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় ও সাইক্লোন শেল্টারটি এখন নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় ভবনটির অবস্থান বোঝা যাচ্ছে না।  ফলে দুর্ঘটনার আশঙ্কা করছেন নৌযান চালকরা। 

মুহূর্তেই নদীগর্ভে দৃষ্টিনন্দন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ওমর আলী উচ্চ বিদ্যালয় এবং সাইক্লোন সেল্টারটি। পুরো ভবনটি এখন নদীতে। আর এ পথ ব্যবহার করে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে মালবাহী কার্গো জাহাজসহ বিভিন্ন নৌযান।  জোয়ার হলে ভবনটি পুরো তলিয়ে যায়।অবস্থান বোঝা না যাওয়ায় দুর্ঘটনায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।

বয়া বা বিকন বাতির ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। তারা জানান,’বয়া বা বিকন বাতি দিলে চিন্থ থাকবে। যে কোন জাহাজ বা লঞ্চ এভাবে আসলে দুর্ঘটনা ঘটবে।’

প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তা। চাঁদপুর বিআইডব্লিউটিএ যুগ্ম-পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান জানান,’বিষয়টা আমরা দেখছি। সেখানে লোক পাঠানো হবে। নৌযান সেখান থেকে অনেক দূরে চলাচল করছে। তবে যদি ওই এলাকা দিয়ে চলাচল করে তবে আমার বয়া দিয়ে দিব।’

উদ্বোধনের অপেক্ষায় থাকা বিদ্যালয়টি নির্মাণে খরচ হয় ২ কোটি ২৯ লাখ টাকা। শিক্ষার্থীরা অপেক্ষায় ছিলেন ক্লাস করার।

আরো সংবাদ