স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে আরও ১২৬ জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৩৬২৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  এর মধ্যে ৯৬ জন মহানগরের ও ৩০ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৬২৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৪৯৭ জন মহানগরের ও ৪ হাজার ১৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একই সময় চট্টগ্রাম করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৭ জন। এর মধ্যে ১৬০ জন মহানগরের ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৬টি এবং কক্সবাজারের একটি ল্যাবে গত ২৪ ঘন্টায় ৭৪৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১২৬ জন করোনা পজিটিভি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫১ জন সুস্থ হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৮৪৩ জন করোনা রোগী।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩০ জনের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ২, আনোয়ারার ২, চন্দনাইশের ১, পটিয়ার ২, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ৯, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ৪ ও মিরসরাইয়ের ২ জন আছেন।

আরো সংবাদ