স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে ১৪ হাজার ছাড়াল করোনা রোগী

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি এবং কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে ৮৮ জন মহানগরের ও ২৯ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৯৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৮৫৫ জন মহানগরের ও ৪ হাজার ২৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৯ জন। এর মধ্যে ১৬১ জন মহানগরের ও ৬৮ জন উপজেলার বাসিন্দা।

বুধবার (২৯ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৮ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ১১২ জন করোনা রোগী।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে চন্দনাইশের ১ জন, বাঁশখালীর ১ জন, আনোয়ারার ১ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীর ২ জন, রাঙ্গুনিয়ার ১ জন, রাউজানের ৮ জন, ফটিকছড়ির ৫ জন, হাটহাজারীর ৩ জন, সীতাকুণ্ডের ৩ জন, সন্দ্বীপের ২ জন এবং  মিরসরাইয়ের ১ জন আছেন।

আরো সংবাদ