স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে করোনা সনদ পেতে দেরি: ফ্লাইট ধরতে পারেননি ২৫ প্রবাসী

চট্টগ্রামে রাতভর অপেক্ষা করে কোভিড সনদ না পেয়ে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি ২৫ প্রবাসী। সিভিল সার্জন বলছেন, জনবলের অভাব ও সার্ভারে ত্রুটির কারণে এই সমস্যা হচ্ছে।

২৪ ঘণ্টা আগেই বিদেশগামীদের করোনা সনদ বুঝিয়ে দেয়ার কথা থাকলেও তা মানছে না চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। এমন পরিস্থিতিতে কোভিড সনদ নেয়ার বাধ্যবাধকতা এখন প্রবাসীদের জন্য গলার ফাঁস।

রেজিস্ট্রেশন ও নমুনা দেয়ার সময় স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানা হচ্ছে না অভিযোগ বিদেশগামীদের। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই পরীক্ষা করাতে পারছেন না।

চট্টগ্রামরে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সার্ভার জটিলতা আর জনবল সংকটে করোনার সনদ সঠিক সময় দেয়া যাচ্ছে না। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে; তাও অনিশ্চিত।

কোভিড নেগেটিভ সনদ যোগাড় করে বিদেশ যাত্রার পুরো বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরো সংবাদ