স্বাধীনদেশ টেলিভিশন

‘যে দেশে গুনীজনদের সম্মান দেওয়া হয় না, সে দেশে গুণীজন জন্মায় না’

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার উপদেষ্টা সাবেক সিআইপি হাজী আশিক মিয়া কানাডা গমন উপলক্ষে শারজাহ বঙ্গবন্ধু হলে এক বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

গত মঙ্গলবার (৪ জুলাই) অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় বক্তারা বলেন, যে দেশে গুনীজনদের সম্মান দেওয়া হয় না, সে দেশে গুণীজন জন্মায় না।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি হাজী এম এ রবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলামের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রধান সমন্বয়ক আলহাজ্ব জাওয়াদুর রহমান।

প্রধানবক্তা ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহ্বায়ক অধ্যাপক এম এ সবুর।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার অভিষেক এম আবুল বাশার, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হাবিবুর রহমান চুনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল গনি চৌধুরী, আবুহেনা চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, মুজাহার উল্ল্যা মিয়া, শাহজাহান মিয়াজী, শাহাদাত হোসেন, হাফেজ নুরুল আমিন।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি গীতি কবি আজাদ লালন,নবনির্বাচিত সাধারণ সম্পাদক সালে আহমেদ, উপদেষ্টা শেখ লুৎফর রহমান, সহ-সভাপতি শেখ মুহিবুর রহমান, মোহাম্মদ নিজাম উদ্দীন, উপদেষ্টা মোহাম্মদ চুনু মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান, দপ্তর সম্পাদক আফজাল সাদেকীন আপলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মধু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল, রুজেল তরফদার,,মোহাম্মদ মর্তুজা আলী, সহ-অর্থ সম্পাদক শামিম আহমেদ, তথ্য সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান, সদস্য হাজী শফিকুল হক, শাহিদুল হক সোহেল, এম এ মুহিত চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন।

কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কুলাউড়া সমিতির সভাপতি আবদুল মতিন, প্রধান পৃষ্ঠপোষক  নজরুল ইসলাম লিটন তালুকদার, সহ-সভাপতি নজরুল ইসলাম রুহেল,মোহাম্মদ মসুদ আলী।

কোরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক ক্বারী মোহাম্মদ ইব্রাহীম।

নবগঠিত কমিটিকে অনুমোদন দেওয়ায় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট দানবীর শিল্পপতি আলহাজ্ব ড.রাগিব আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী ও আজীবন সদস্য নুরুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরো সংবাদ