স্বাধীনদেশ টেলিভিশন

১৬ আগস্ট থেকে দুবাই বিমানবন্দরে র‌্যাপিড টেস্ট পরিচালিতে হবে না

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ১৬ আগস্ট থেকে দুবাই বিমানবন্দরে কোন র‌্যাপিড টেস্ট পরিচালিত হবে না। 

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই অঞ্চলের ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

যাত্রীরা যেতে পেতে পারেন।  শাবাব আল আহলি ফুটবল ক্লাব (আল মোল্লা প্লাজার নিকটবর্তী) আল নাহদা রাস্তায় র‌্যাপিড টেস্ট করে ।  

নমুনা পরীক্ষা করার সময় ৮ টা থেকে ১টা। শুক্রবার এবং শনিবার সহ। অথবা নিজেরাই পিসিআর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ব্যবস্থা করবেন।

র‌্যাপিড টেস্ট বা নেগেটিভ পিসিআর কোভিড-১৯ সার্টিফিকেটে স্টিকারের ” ভ্রমণে ফিট”  না থাকলে কোনও যাত্রীকে বিমানের ফ্লাইটে উঠতে দেওয়া হবে না।

উল্লেখ্য. করোনা পরীক্ষার বৈধতা (আরএপিআইডি এবং পিসিআর) বাংলাদেশের জন্য ৭২ ঘন্টা হতে হবে। 

আরো সংবাদ