স্বাধীনদেশ টেলিভিশন

দুই প্রবাসীর লাশ দেশে প্রেরণে এগিয়ে এলেন আল আইনের শেখ ফরিদ আহমেদ সিআইপি

বিশিষ্ট কমিউনিটি নেতা শেখ ফরিদ আহমেদ সিআইপির সহযোগিতায় দুই প্রবাসীর মৃতদেহ বাংলাদেশে ।

বাংলাদেশ থেকে পরিবারের মুখে হাসি ফোটাতে অনেক প্রবাসী সংযুক্ত আমিরাতে চলে আসে। কিন্তু এই কাজ করতে গিয়ে দুর্ঘটনাসহ নানা কারণে অনেকে দেশটিতে মারা যায়। এমন লাশ দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির হিমঘরে অনেক বাংলাদেশী প্রবাসীর লাশ পড়ে আছে। অনেক দরিদ্র পরিবার টাকার অভাবে টাকা না থাকার কারণে এসব লাশ দেশে নিয়ে দাফন করতে পারছে না। মৃত প্রবাসী পরিবারের সদস্যরা তাদের স্বজনের লাশ দেশে ফেরত পাঠাতে অনুরোধ জানালে। এমন অবস্থায় ছুঁটে গিয়েছেন মানবিক মানুষ শেখ ফরিদ আহমেদ সিআইপি।

মৃত প্রবাসী দীপক কুমারের পাসপোর্ট

হিমঘরে পড়ে থাকা দুইজন প্রবাসী বাংলাদেশির লাশ দেখে পাঠিয়েছেন তিনি। লাশ দুটি হলো বগুড়ার দীপক কুমার এবং পাবনার আনসার আলী।

স্বাধীনদেশ টিভিকে শেখ ফরিদ আহমেদ সিআইপি বলেন,আল্লাহার অশেষ কৃপায় আবুধাবির হিমঘরে অনেক দিন ধরে পড়ে থাকা এক প্রবাসী ভাইয়ের মৃতদেহ একক দায়িত্বে দেশে পাঠানোর ব্যবস্থা করলাম। এবং আইয়ুব ভাই, আলতাফ ভাই সহ আরো কয়েকজনের সহযোগিতায় আরেক প্রবাসী ভাইয়ের মৃতদেহ প্রিয়জনদের কাছে পাঠানোর ব্যবস্থা করলাম।

মৃত প্রবাসী আনসারী আলী

তিনি বলেন, আবুধাবির হিমঘরে এ রকম অনেক প্রবাসী বাংলাদেশির লাশ পড়ে আছে। এছাড়াও বিভিন্ন দেশে শত শত লাশ হিমঘরে পড়ে আছে । আবুধাবি দুবাইয়ে যারা বিত্তশালী আছেন দেশে লাশ প্রেরণের এ রকম মানবিক কাজে এগিয়ে আসেন সে আহ্বান জানিয়েছেন শেখ মোহাম্মদ ফরিদ সিআইপি।

বাংলাদেশ দূতাবাস আবুধাবির লেবার কাউন্সিলর আবদুল আলীম মিয়া, পাবলিক রিলেশন্স অফিসার রেজা সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরো সংবাদ