স্বাধীনদেশ টেলিভিশন

কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী হলেন ফ্রিল্যান্ড

কানাডার উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে জাস্টিন ট্রুডো সরকার। সংবাদ মাধ্যমে টরোন্টো স্টার বিষয়টি নিশ্টিত করেছে।

দেশটির ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ৫২ বছর বয়সী ফ্রিল্যান্ড। সম্প্রতি একটি দাতব্য সংস্থা উই চ্যারিটি সংশ্লিষ্ট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী বিল মরনো। তার জায়গায় নিয়োগ দেয়া হলো ফ্রিল্যান্ডকে।

সাবেক সাংবাদিক ফ্রিল্যান্ড এর আগে উত্তর আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়োগ দেয়ার পাশাপাশি কোভিড-নাইনটিনের প্রভাবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

১৯৬৮ সালের কানাডার আলবার্টায় জন্ম নেন ফ্রিল্যান্ড। ডিগ্রি নিয়েছেন হার্ভাড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। ওয়াশিংটন পোস্ট ও ইকোনোমিস্টের মতো গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৩ সালে লিবারেল পার্টিতে যোগ দেন তিনি। ২০১৫ সালে আন্তর্জাতিক বাণিজ্য, ২০১৭ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলান তিনি। গেল বছর উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয় তাকে।

আরো সংবাদ