স্বাধীনদেশ টেলিভিশন

প্রণব মুখার্জি রাউজানের নামকে উজ্জ্বল করেছিলেন: ফজলে করিম

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে গভীর শোক জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পরলোকগমন করেছেন।

আজ (৩১ আগস্ট) ভারতের রাজধানী দিল্লির সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷  তার মৃত্যুতে ভারতীয় রাজনীতির বিশাল একটি অধ্যায়ের অবসান হলো। 

ফজলে করিম চৌধুরী বলেন, আপাদমস্তক একজন প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার চালচলন, আচার-ব্যবহার ছিল নম্র-ভদ্র ও বিনয়ী। বিশেষ করে ব্রিটিশবিরোধী আন্দোলনের পথিকৃৎ বিপ্লবী মাস্টার দা সূর্য সেনের জন্মভূমি আমাদের রাউজানে গত বছর দুয়েক আগে এসে তিনি রাউজানের নামকে উজ্জ্বল করেছিলেন। 

‘এজন্য রাউজানবাসী তাকে বহুদিন মনে রাখবে। আজকের এই দিনে তার পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। তারা যেন ধৈর্য ধারণ করতে পারে সেই প্রত্যাশা করছি। ’

আরো সংবাদ