স্বাধীনদেশ টেলিভিশন

জেদ্দায় আটকেপড়া বাংলাদেশী প্রবাসী ফিরবেন বৃহস্পতিবার

সৌদি আরবের জেদ্দায় আটকেপড়া প্রবাসীরা আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) সকালে দেশে ফিরবেন।

তাদের ফেরাতে বিমানের একটি ফ্লাইট আজ বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফ্লাইটটি আগামীকাল সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, করোনায় আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে জেদ্দা থেকে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তিনি আরও বলেন, ফ্লাইটটি কার্গো হিসেবে যাবে, যাত্রী নিয়ে ফিরে আসবে।  তবে কতজন যাত্রী ফিরে আসবেন, তা এখনো জানা যায়নি।

গত ২৭ আগস্ট বিশেষ ফ্লাইটটির ঘোষণা দেয় বিমান। দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটের নির্ধারিত লিংকে নিবন্ধন করেন।

বিমান সূত্র জানায়, আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে আরও একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।  এছাড়া আগামী ৮ সেপ্টেম্বর রিয়াদ থেকে এবং ১০ সেপ্টেম্বর দাম্মাম থেকে বিশেষ ফ্লাইটে আটকেপড়া প্রবাসীদের দেশে ফেরাবে বিমান।

আরো সংবাদ