স্বাধীনদেশ টেলিভিশন

বৈরুতের বন্দর এলাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড!

ভয়াবহ বিস্ফোরণের এক মাস অতিবাহিত হতে না হতেই বৃহস্পতিবার আবারও বৈরুতের বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । রয়টার্স

শহরটিতে ভয়াবহ বিস্ফোরণের মাসখানেক যেতে না যেতেই আবার এমন ঘটনা ঘটলো।

লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকার একটি তেল ও টায়ারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির একটি সামরিক সূত্র। শহরটিতে ভয়াবহ বিস্ফোরণের মাসখানেক যেতে না যেতেই আবার এমন ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বন্দরের ডিউটি ফ্রি জোনে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় ছেয়ে যায় পুরো শহরের আকাশ। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট সূত্র।

টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বন্দরে অগ্নিকাণ্ডের পর দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

গত ৪ আগস্টের বিস্ফোরণে বৈরুতের বন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে মারা যান প্রায় ১৯০ জন মানুষ। বছরের পর বছর বন্দরে অবহেলায় ফেলে রাখা অ্যামোনিয়াম নাইট্রেট থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

আরো সংবাদ